ধরুন, আমি 500 ml বা 1 লিটার পানি একবারে পান করলাম, তাহলে কতক্ষন পর প্রস্রাব এ চাপ দেওয়া সাভাবিক?
Share with your friends
Call

প্রসাব সাধারণত দিনে ৪-৫ বার হওয়া স্বাভাবিক বেশি হলেও সমস্যা হতে পারে। আবার ৩ বারের কম হওয়ায় সমস্যা দেখা দিতে পারে।

Talk Doctor Online in Bissoy App

১ লিটার পানি একবারে পান করার পর আধঘন্টার মধ্যে প্রশ্রাবের বেগ অনুভূত হওয়া স্বাভাবিক।

Talk Doctor Online in Bissoy App

এইটা নির্ভর করবে মূত৾থলির উপর | যদি এক লিটার পানি পান করা হয় তবে সাধারনত ২০- ২৫ মিনিট পর হতে পারে |

Talk Doctor Online in Bissoy App

Call

পানি এমন একটি উপাদান যা আপনি ১০ লিটার ও যদি পান করেন আপনার শরীর এর যতোটুকু প্রয়োজন আপনার শরীর ততটুকুই গ্রহণ করবে বাকিটুকু ঘাম ও মূত্রনালীর মাধ্যমে বের করে দিবে। এখানে কতখন পরে বের করে দিবে এটা বলা যায় না           

Talk Doctor Online in Bissoy App