শেয়ার করুন বন্ধুর সাথে
থ্রিলার সাহিত্য, চলচিত্র ও টিভি প্রোগ্রামের একটি বিশেষ ধরণ, যার মূল উপাদান হল অনিশ্চয়তা, উদ্বেগ-উত্কণ্ঠা এবং উত্তেজনা। থ্রিলার দর্শক বা পাঠকের মানসকে ভীষণভাবে উত্তেজিত করে তোলে। এবং তাদেরকে পূর্বানুমান ও পূর্বধারনার অদ্ভুত শক্তিলোপ, অনিশ্চয়তা, চমক, উত্কণ্ঠা ও ভীতির মত অনুভূতিতে আচ্ছন্ন করে রাখে। এই ধরনের ছবিগুলোতে সাধারণত গতিময়তা, তেজস্বীতা, উত্তেজনা এবং শ্বাসরুদ্ধকর দ্রুতগতিতা বিদ্যমান থাকে। থ্রিলার গল্প ভীষণরকম উত্তেজনাবর্ধক। এতে থাকে কাহিনীর প্রাণবন্ত বিন্যাস, কখনো সূক্ষ ও স্থিরভাবে, আবার কখনো দৃঢ় ও জমাট বদ্ধভাবে, আবার কখনো ভয়ানক দুর্দান্ত গতিতে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ