সম্ভবত, ফোনটির ব্যাটারি খারাপ হয়েছে।সে ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করতে পারেন। আর তা না হলে ফোনের ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপস সচল থাকে একারণে। এক্ষেত্রে আপনি সব সময় ফোনের ram ক্লিয়ার রাখবেন অথবা অদরকারি অ্যাপস গুলো আনইনস্টল করবেন।

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call
Xiaomi এর ফোনে এরকম হয়ে থাকে। আপনার ব্যাকগ্রাউন্ডে যদি অতিরিক্ত অ্যাপ রান করা এরফুলে এরকম হয়ে থাকে৷ আপনি ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ রান হচ্ছে সেগুলোর Cache Clear করুন। আপনি আপনি নিচের নিয়ম ফলো
  • প্রথমে Setting এ যান।
  • তারপর আপনার ফোনের Application Maneger এ যান।
  • তারপর অপশন লগো থেকে Short by size থাকলে ক্লিক করুন।
  • যেসব অ্যাপ প্রথমে থাকবে সেগুলোর Cache Clear করুন।
আপনি এছাড়া নিচের রুলস ফলো করতে পারেন
  • স্মার্টফোনের চার্জ ধরে রাখার জন্য পর্দার ব্রাইটনেস কমিয়ে রাখুন।
  • ভাইব্রেশন ফাংশন অতিরিক্ত ব্যাটারি শক্তি ব্যবহার করে থাকে। তাই অতি প্রয়োজন না হলে ভাইব্রেশন মোড বন্ধ করে রাখুন।
  • কিছু অ্যাপস রয়েছে যা ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা ফোন গরম হয়ে ওঠে। তাই এ ধরনের অ্যাপস ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করুন।
  • আপনার মোবাইলের পুশ নোটিফিকেশন বন্ধ রাখুন। এগুলো অনেক সময় দেখা যায়, ই-মেইল, ফেসবুক, গুগল প্লাস, টুইটারসহ আরও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে ‘পুশ নোটিফিকেশন’ নামের একটি সুবিধা থাকে। প্রয়োজন না থাকলে বন্ধ রাখুন।
Talk Doctor Online in Bissoy App