Call

বিষয়টা নির্ভর করে গন্তব্যে পৌছানোর সময়ের উপর। যেমন ধরুন। আপনি একা খালি গাড়ি সাধারন স্পিডে চালিয়ে ১০ কিলো যেতে ১০ ইউনিট চার্জ যায়। এবং সময় লাগে ১ ঘন্টা। এখন আপনি ঐ একই পথ যাবেন বেশি স্পিডে। তো বেশি স্পিডের জন্য অবশ্যই চার্জ বেশি খরচ হবে। কিন্তু  যেহেতু স্পিড বেশি তাই ১ ঘন্টার এমন আগে পৌছাবেন যে ঐ একই চার্জ খাবে। মানে অল্প সময়ে বেশি স্পিডের জন্য ১০ ইউনিট চার্জ শেষ হয়ে যাবে। এ প্রক্রিয়ায় নিট লাভ ক্ষতি নিউট্রাল। কিন্তু যদি আপনি ঐ একই পথ একই সময়ে ১০ জন মানুষ নিয়া যান তবে তখন আর ১০ ইউনিট হবেনা। আরও বেশি চার্জ লাগবে। কারন ১০ ব্যক্তি যে ভার সৃষ্টি করেছিল সেই ভার বহন করে একই স্পিড পেতে অতিরিক্ত চার্জ খরচ হবে।  কারব ভার যতই বেশি হয় চলাচলের ঘর্ষন জনিত জ্যাম ততই বেশি হবে। সেই বেশি জ্যামকে ধাক্কা দিতে বেশি বিদ্যুৎ প্রবাহ দরকার হবে।আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ