শেয়ার করুন বন্ধুর সাথে
mdsagor76

Call

 

              সুখ

         কামিনী রায় 

নাই কিরে সুখ? নাই কিরে সুখ?-

এ ধরা কি শুধু বিষাদময়?

যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে

কেবলি কি নর জনম লয়?-

বল ছিন্ন বীণে, বল উচ্চৈঃস্বরে-

না -, না -, না -, মানবের তরে

আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর

না সৃজিলা বিধি কাঁদাতে নরে।

কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া

সমর-অঙ্গন সংসার এই,

যাও বীরবেশে করুন গিয়া রণ;

যে জিনিবে সুখ লভিবে সে-ই।

 

পরের কারণে স্বার্থ দিয়া বলি

এ জীবন মন সকলি দাও,

তার মতো সুখ কোথাও কি আছে?

আপনার কথা ভুলিয়া যাও।

পরের কারণে মরণেও সুখ;

‘সুখ’ ‘সুখ’ করি কেঁদ না আর,

যতই কাঁদিবে, যতই ভাবিবে

ততই বাড়িবে হৃদয় ভার।

আপনারে লয়ে বিব্রত রহিতে

আসে নাই কেহ অবনী ’পরে,

সকলের তরে সকলে আমরা,

প্রত্যেকে মোরা পরের তরে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ