আপনি হয়তো ফ্রি ব্যাসিক্স দিয়ে বিস্ময় ব্যবহার করছেন যার কারনে সার্চ করলে কোনো ফলাফল আসেনা।


বিস্ময় গুগলের সাহায্য নিয়ে প্রশ্ন সার্চ করে থাকে আর গুগল ফ্রি ব্যাসিক্স সাপোর্ট করেনা যার কারনে ফ্রি ব্যাসিক দিয়ে বিস্ময়ে সার্চ করলে কোনো ফলাফল আসেনা।

আপনি ডাটা ব্যবহার করে বিস্ময়ে সার্চ করুন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন।

ফ্রি ব্যাসিক্স দিয়ে প্রশ্ন সার্চ করতেঃ
বিস্ময়ের "প্রশ্ন করুন" অপশনে ক্লিক করুন। তারপর আপনি যে প্রশ্নটি সার্চ করতে চান সেটি "এক বাক্যে প্রশ্ন"তে লিখুন। তারপর 10 সেকেন্ড অপেক্ষা করুন। তারপর দেখবেন কয়েকটি "সম্পর্কযুক্ত প্রশ্ন" আসবে সেখানেই আপনার সার্চকৃত ফলাফল পেয়ে যাবেন। 
Talk Doctor Online in Bissoy App