আপনি যদি Free basics ব্যবহার করে বিস্ময়ে সার্চ বক্সে সার্চ করে থাকেন, তাহলে কোনোকিছু আসবে না।


বিভিন্ন ব্রাউজার দিয়ে ফ্রি বেসিক মোড ছাড়া ডাটা মোডে সার্চ করুন, তাহলেই আসবে।


'খঁজুন' অপশনে ক্লিক করার পর অপেক্ষা করুন। একটু বিলম্ব হয়ে থাকে কিন্তু  ৩০ সেকেন্ডের বেশি সময় লাগবে না তথ্যগুলো আসতে। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
habib1001

Call

একটা কাজ করতে পারেন,,,,,, ১ম এ ফ্রিবেসিকে বিস্ময় এড করুন তারপর ফ্রিবেসিকের প্রথম পেজে নিচের দিকে জান দেখবেন "Free Basics এ সন্ধান করুন" এই লেখা আছে ওখানে ট্যাপ করুন আর যা ইচ্ছা লিখে সার্চ করুন,,,,,সার্চ করার সময় বিস্ময়ের নাম উল্লেখ করবেন,,,,তাহলেই হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ