শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কৃমি হলো এক ধরণের পরজীবি, যা অন্ত্রে বাস করে। কিছু কৃমি ডিম্বাণু হিসেবে মানুষের মুখের মাধ্যমে প্রবেশ করে। আবার কিছু লাভা হিসেবে ত্বকের মাধ্যমে প্রবেশ করে। কৃমি অনেক সময় মানুষের যকৃত এবং অন্য অঙ্গতেও আক্রমণ করতে পারে। কৃমিতে আক্রান্ত  হলে নিচের জটিলতাগুলো দেখা দিতে পারেঃ

  1. পুষ্টিহীনতা ও এর ফলে সৃষ্ট রক্তশূণ্যতা
  2. শরীরের বৃদ্ধি সহজে ঘটে না
  3. বাচ্চাদের পেট ফুলে যায়
  4. ফ্যাকাসে এবং দূর্বল হয়ে যাওয়া
  5. তীব্র পেট ব্যথা
  6. কোন কিছু শিখার ক্ষমতা হ্রাস পাওয়া।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ