SBSurya

Call

কৃমি থেকে বাচার উপায় : ১...রসূন : রসূন অ্যান্টি প্যারাসাইটিক যা কৃমি দূর করতে সাহায্য করে । কাচা রসূনের অ্যামিনো এসিড কৃমিগুলোকে মেরে ফেলে । প্রতিদিন সকালে খালি পেটে তিন কোয়া রসূন খান । নিয়মিত এক সপ্তাহ পর্যন্ত খান । এছাড়া আধা কাপ পানিতে দুইটি রসূনের কোয়া দিয়ে সিদ্ধ করুন । খালি পেটে এটি এক সপ্তাহ পান করুন । ২...নারকেল : কৃমি দূর করতে নারকেল বেশ কার্যকারী । প্রতিদিন সকালে নাস্তায় এক টেবিল চামচ নারকেলের কুচি খাবেন । আবার ৩ ঘন্টা পর এক গ্লাস গরম দুধের সাথে দুই টেবিল চামচ কাস্ট অয়েল মিশিয়ে পান করুন । তাছাড়া ৪ থেকে ৬ চামচ বিশুদ্ধ নারকেল তেল খেতে পারেন । ৩...লবঙ্গ : প্রতিদিন এক থেকে দুইটি লবঙ্গ খান । এর অ্যান্টি পেটের কৃমি ধংশ করে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কৃমিনাশক টেবলেট খেয়ে থাকলে সেটার বদলে কৃমিনাশক সিরাপ এনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন ভাল ফল পাবেন। আর যদি না যায় তাহলে হোমিও চিকিৎসা নেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ