দলিলসহ উত্তর চাই ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

গৃহ পালিত গাধার গোশত খাওয়া হারাম। তবে বন্য গাধার গোশত খাওয়া হালাল। ঘোড়ার গোশত খাওয়া হালাল। জাবের (রাঃ) বলেন, খায়বারের যুদ্ধে রাসূল (সাঃ) গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৫৫২০ আধুনিক প্রকাশনীঃ ৫১১৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ৫০১০, মিশকাতঃ ৪১০৭ হাদিসের মানঃ সহিহ)। আসমা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা একটি ঘোড়া নহর করলাম এবং সেটি খেলাম। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৫৫১৯ আধুনিক প্রকাশনীঃ ৫১১৩, ইসলামিক ফাউন্ডেশনঃ ৫০০৯ হাদিসের মানঃ সহিহ)। খাওয়া না খাওয়া রুচির ব্যাপার। কিন্তু শরীআতের হুকুম অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া হালাল। (তুহফাতুল আহওয়াযীঃ ৫/৪১১; সুবুলুস সালামঃ ৬/২৪৮; ফাৎহুল বারীঃ ১৫/৪৬৭)। উল্লেখ্য, ঘোড়ার গোশত খাওয়া নিষেধ মর্মে আবুদা ঊদে যে হাদীস বর্ণিত হয়েছে তা যঈফ। (যঈফ আবুদাঊদঃ ৩৭৯০; নাসাঈঃ ৪৩৩২)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ