Call
একটু কি শুনবে , স্বপ্ন কি বুনবে ,
তুমিই আমার চোখের তারাতে ।অনুভব ছরিয়ে , নেবে কি জরিয়ে ,
আমিই থাকবো তোমার পারাতে ।দাও প্রেম তুমি , নাও প্রেম তুমি ,
পারো যতটা ,
কাছে এসে ধরো হাতটা ।তুমি আমি রবো ঠিকই এভাবে ,
আলো ছায়া পাশাপাশি যেভাবে । – [ ২ বার ]হো … আর তুমি , আমাকে , বুঝে নাও ,
কি যে চাও দৃষ্টিতে খুজে নাও ,
পেয়ে গেছি তোমার দেখা ,
শুরু হল  গল্প লেখা ,
ছোঁবো সুখের ঠিকানা ।প্রিয়জন তুমি , নাও মন তুমি ,
চল এ পথে ,
চাই সুধু তোমারই হতে ।তুমি আমি রবো ঠিকই এভাবে ,
আলো ছায়া পাশাপাশি যেভাবে । – [ ২ বার ]হো … আরও কাছে , আমাকে , টেনে নাও ,
ভালো করে আমাকে জেনে নাও ,
ভেসে যাবো তোমার সাথে ,
মিশে রবো ভাবলাতে ,
খুঁজবো রঙিন ঠিকানা ।প্রিয়জন তুমি , নাও মন তুমি ,
চল এ পথে ,
চাই সুধু তোমারই হতে ।তুমি আমি রবো ঠিকই এভাবে ,
আলো ছায়া পাশাপাশি যেভাবে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ