Call

প্রথমত, গর্ভাবস্থায় শিশুর লাথি মারার প্রবণতা লক্ষ্য করা যায় ৯ সপ্তাহের পর থেকে । ঘটনাক্রমে জানতে পারা যায় শিশুরা গর্ভাবস্থায় লাথি মারা শুরু করে যখন তার ৯ সপ্তাহ সম্পূর্ণ হয় এবং যেসকল মায়েরা তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টি ১৩ সপ্তাহ পর থেকে আসা শুরু হয় । 


আপনার ক্ষেত্রে ভিন্নতা দেখে মনেহচ্ছে  কম সংখ্যক লাথি বা লাথি না মারা  সন্তানের অপুষ্টি ও অলসতার কারন হতে পারে  । শিশুর স্বল্প নড়াচড়া তার স্বাস্থ্য সম্পর্কে চিন্তার বার্তা বহন করে । আপনার সন্তানের যদি স্বাভাবিকের থেকে কম নড়াচড়া লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় শিশুটির অক্সিজেনের জোগানের অভাব হচ্ছে । এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

সোজাসাপটা উত্তর দিলে, আপনার বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। তাই একজন  ভালো চিকিৎসকের পরামর্শ নিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ