"চাষার দুক্ষু"  প্রবন্ধ বেগম রোকেয়া সাখাওয়াত বুঝাতে চেয়েছেন যে, গ্রামীণ হস্তশিল্প ও কুটির শিল্প কে বাদ দিয়ে বিলাসিতায় বাঙালিরা যেভাবে গা ভাসিয়েছে তা টুপি দিয়ে টাক ঢাকারই নামান্তর। 

বাঙালিরা একসময় অন্ন-বস্ত্রের স্বাবলম্বী ছিল। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে বাঙালি নারী পুরুষ তাদের বিভিন্ন প্রয়োজন মেটাতো । কিন্তু সভ্যতার নামে তারা বিলাসী তাকে আঁকড়ে ধরে আজ চরম দুর্দশায় পতিত। তারা কাপড় ধোয়ার জন্য ক্ষারের বদলে সোডা ব্যবহার করে। নিজ হাতে তৈরি করা কাপড়ের বদলে বিভিন্ন রঙের মিহি কাপড় পরিধান করে। তারা আর রেশম পালন করে এনডি চাদর তৈরি করে না। তারা মনে করে এসব করাই সভ্যতা। লেখিকার মতে, এসব হল বাঁকা তাজ বা টুপি মাথায় দিয়ে টাক ঢাকার শামিল। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ