শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জাপনি ভাষা শেখার প্রতিষ্ঠান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট। এছাড়া চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জাপানি ভাষা শেখানো হয়। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও আছে জাপানি ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ। এর মধ্যে একুশে এবং ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাবে শেখানো হয় ২৫টি ভাষা।  কোর্সের মেয়াদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের বেশির ভাগ কোর্সই এক বছরমেয়াদি। কিছু কিছু ভাষার স্বল্পমেয়াদি কোর্স চালু আছে। এ ছাড়া রয়েছে চার বছরমেয়াদি ডিপ্লোমা কোর্সের সুযোগ। আলিয়ঁস ফ্রঁসেজের কোর্সের মেয়াদও এক বছর, তবে ক্লাসের সময় ও সংখ্যা বাড়িয়ে ছয় মাসে কোর্স শেষ করা যায়। গ্যেটে ইনস্টিটিউটে কোর্সের মেয়াদ এক বছর। রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে তিন থেকে ৯ মাসের কোর্সে রুশ ভাষা শেখানো হয়। ব্রিটিশ কাউন্সিলে চালু আছে ইংরেজি ভাষা শেখার চারটি কোর্স। খরচ: আধুনিক ভাষা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের ছাত্রছাত্রীদের জন্য কোর্স ফি তিন থেকে চার হাজার টাকা। রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে প্রতি সেমিস্টারে খরচ পড়বে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা। আলিয়ঁস ফ্রঁসেসে তিন মাসমেয়াদি প্রতিটি সেমিস্টারের জন্য খরচ পড়বে পাঁচ হাজার ৭০০ থেকে ১২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। গ্যেটে ইনস্টিটিউটে গুনতে হবে ১০ থেকে ২১ হাজার টাকা। ব্রিটিশ কাউন্সিলের খরচ পড়ে সাড়ে ১৬ হাজার টাকা। কোথায় কখন: মে-জুন মাসে আধুনিক ভাষা ইনস্টিটিউটের জুনিয়র কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এ ছাড়া বছরের যেকোনো সময় রয়েছে বিভিন্ন স্বল্পমেয়াদি কোর্সে ভর্তির সুযোগ। অন্যান্য ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রায় একই নিয়ম মেনে ভর্তি করা হয়। ব্রিটিশ কাউন্সিলের কাস্টমার সেলস ম্যানেজার আহসানুল জানান, ব্রিটিশ কাউন্সিলের কোর্সগুলোয় ভর্তির জন্য ৪৫ মিনিটের 'প্লেসমেন্ট টেস্ট' দিতে হয়। ইংরেজি জ্ঞানের স্তর পরিমাপ করার জন্য এ পরীক্ষা।  যোগাযোগের ঠিকানা: * আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ওয়েব : www.du.ac.bd চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। ওয়েব : www.cu.ac.bd জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। ওয়েব : www.juniv.edu * ব্রিটিশ কাউন্সিল : ৫ ফুলার রোড, ঢাকা। রফিক টাওয়ার, ৯২, আগ্রাবাদ, চট্টগ্রাম। ব্লক ডি, শাহজালাল উপশহর, সিলেট। ওয়েব : www.britishcouncil.org.bd * আলিয়ঁস ফ্রঁসেজ : ২৬ মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা। বাড়ি-৮, রোড-৭, গুলশান-১, ঢাকা। ঈশা খাঁ এভিনিউ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্র বাড়ি-৫১০, ধানমণ্ডি-৭, ঢাকা। ওয়েব : bgd.rs.gov.ru/en * ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব রোড-১৭, বাড়ি-২৯, ব্লক-ই, বনানী, ঢাকা। ওয়েব : www.dhakalanguageclub.com * গ্লোবাল ১৮ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। * একুশে রোড-১১, বাড়ি-১/২, ১১/এ, মিরপুর, ঢাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ