junayedEvan

Call

ধর্মের অপবেহ্মা। হযরত ইসা আ: সে আল্লাহর নিকট তুলে নেয়া হয়েছে। তারা যাকে ক্রুশ বিদ্ধ করেছেন তিনি ইসা আ: নন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ঈসা (আঃ-) ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা বলে ইহুদী/খ্রিষ্টানরা যা প্রচার করে তা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে ঈসা(আঃ) কে আল্লাহ তায়া’লা আকাশে উঠিয়ে নিয়েছেন, এবং কিয়ামত এর পূর্বে তিনি আবার পৃথিবীতে আসবেন। মহান আল্লাহ তায়া’লা বলেনঃ- সূরা আন নিসা (النّساء), আয়াত: ১৫৭ وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا ٱلْمَسِيحَ عِيسَى ٱبْنَ مَرْيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمْ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ لَفِى شَكٍّ مِّنْهُ مَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًۢا অর্থঃ আর তাদের একথা বলার কারণে যে, আমরা মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রসূল। অথচ তারা না তাঁকে হত্যা করেছে, আর না শুলীতে চড়িয়েছে, বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুতঃ তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে, তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোন খবরই রাখে না। আর নিশ্চয়ই তাঁকে তারা হত্যা করেনি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ