শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এটা নির্ভর করবে আপনার মানসিক চিন্তার ওপর। যদি আপনার চিন্তাগত দিক থেকেই একই কাজ বারবার করতে মন চায়, তাহলে এটি শুচিবায়ু রোগের লক্ষণ; কিন্তু চিন্তাধারা থেকে নয় বরং এমনি নিজ থেকেই যদি একই কাজ বারবার করেন, তাহলে এটিকে শুচিবায়ু রোগের আওতায় ফেলানো যায় না। যাদের এ রোগ হয় তারা সাধারণত একই কাজ বারবার করে অথবা তাদের একই ধরনের চিন্তা ক্রমাগত আসে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারে যে তার এই কাজ ও চিন্তা অহেতুক ও অপ্রয়োজনীয়। এ ধরনের চিন্তা থেকে সে মুক্তি চায়, অস্থিরতায় ভোগে। কিন্তু চিন্তার স্রোতধারাকে বাধা দিতে সে অক্ষম। এটি আসলে একটি মানসিক রোগ। গ্রামে বা শহরে রোগটি শুচিবায়ু রোগ নামে সমধিক পরিচিত। যে কোনো কাজ করতে গিয়ে আক্রান্ত ব্যক্তি ধারণা করে যে, কাজটি মনমতো হয়নি। তাই অনেক সময় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা একই কাজ করেই চলেছে। যেমন-হাতে ময়লা লেগেছে বলে বারবার হাত ধোয়া, বেশি সময় ধরে গোসল করা -ইত্যাদি।  এ রোগটি এত বেশি ক্ষতিকারক যে, ভুক্তভোগী ছাড়া অন্য কেউ তা অনুধাবন করতে পারে না। মেডিক্যালের পরিভাষায় এ রোগটিকে বলা হয় অবসেশিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অনেকের চিন্তার ধরন ধর্মীয় বিষয় নিয়েও হতে পারে। যেমন নামাজে দাঁড়ালে তাৎক্ষণিক মনে হয় আল্লাহ নেই অথবা নাস্তিক্যবাদী চিন্তা। কখনো সন্দেহ হয় নামাজে কোনো ফরজ বাদ পড়েছে বা নামাজের সূরা পড়তে গিয়ে কোনো আয়াত বাদ পড়েছে। এই চিন্তাগুলো বারে বারে আসার কারণে নামাজ ভেঙে রোগী পুনরায় নামাজ আদায় করতে যায়। এভাবে চলতে থাকে এবং শেষ পর্যন্ত নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ