Call

ইন্টারনেট স্পিড নির্ধারন করা হয় ফোন ৩জি না ৪জি এর উপর ভিক্তি করে*প্রসেসরের ফিকুয়েন্সির উপর ভিক্তি করে নয়

Talk Doctor Online in Bissoy App

Call

মোটামুটি ভালোই হবে।তবে আপনি ৪০ এমবি এর মতো অ্যাপস বা গেম ইত্যাদি ওপেন করতে সমস্যাবোধ করবেন।যেমন ধরুন-কখনো অ্যাপসটি বা গেমসটি চলাকালিন বাধবে এবং একসময় ফোনটি অটোমেটিক রিস্টার্ট নিবে।অতিরিক্ত গরম হয়ে যাবে।ফোনটিতে হ্যাং এর সমস্যা দেখা দিবে ইত্যাদি আরও অনেক কিছু।এছাড়া ১.৬ গিগাহার্ড প্রসেসরের ফোন কোনো সমস্যায় ফেলবে না আশা করি।mx player অ্যাপসটি ওপেন করার সময় সেটটি হ্যাং করতে পারে।কারণ বর্তমানে অ্যাপসটির আপডেটের ফলে অনেক এমবি বাড়িয়েছে।

Talk Doctor Online in Bissoy App