Share with your friends
Call

যখন আপনার ফোনের কাজের গতি বৃদ্ধি পাবে সাথে নেটের গতিও বৃদ্ধি হবে। যেমন আপনি যত দ্রুত পানি ছড়িয়ে নিবেন তত দ্রুত পানি হাজির হবে।

Talk Doctor Online in Bissoy App

Call

র্যাম সাধারনত ফোনের স্পিডকে বাড়িয়ে তুলে,ফোনটিকে দ্রুত কাজ করার ক্ষমতা দেয়।র্যাম সাধারনত কোনো গেমিং বা যেকোনো ভারি অ্যাপ্লিকেশন ইত্যাদি ওপেন করার সময় যেন না বাধাগ্রস্ত হয় বা আটকিয়ে না যায় এজন্য র্যাম ব্যবহৃত হয়।আর আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়বে ফোনটিতে থাকা নেটওয়ার্ক সিস্টেমের ওপর।যেমনঃ 4G LTE এটি আপনার ফোনে থাকলে ইন্টারনেট স্পিড দ্রুতগামী হবে।

Talk Doctor Online in Bissoy App

ইন্টারনেট স্পীড সাধারনত আপনার ফোনের প্রসেসরের উপর নির্ভর করে। যে আপনার নেট স্পীড কত ফাস্ট হবে। RAM (Random access memory) অর্থাৎ RAM কে ফোনের প্রসেসর বলা হয়। কাজেই বলা যায় আপনার ফোনের RAM যত বেশি হবে আপনার ফোনের নেট স্পীড তত বেশি হবে। 

Talk Doctor Online in Bissoy App