Waruf

Call

প্রাই একই ধরনের প্রশ্নের মুখোমুখি বহু হয়েছি। অধিকাংশ জায়গায় এড়িয়ে গেছি। যেখানে দেখেছি ব্যক্তির বোঝার সাক্ষমতা আছে, কেবল সেখানেই উত্তর দিয়েছি। ভাই কথা গুলো ভাল ভাবে খেয়াল করুন। রাউটার বা ওয়াইফাই কখনো ইন্টারনেট নয়। রাউটার হচ্ছে ওয়ার্লেস পথ সৃষ্টি কারী একটি ডিভাইস। আর ওয়াইফাই হচ্ছে রাউটার কতৃক পথ হিসাবে সৃষ্ট তারহীন নেটওয়ার্ক ব্যবস্থা। এটি কম্পিউটার বা মোবাইলকে ইন্টারনেটের সাথে যুক্ত করে দেবার মাধ্যম। ধরুন পাওয়ার হাইসে বিদ্যুৎ তৈরি হয়। আর ব্যবহার হয় বাড়িতে। এখন পাওয়ার হাউজ থেকে বাড়িতে বিদ্যুৎ নিয়া আসার মাধ্যম হচ্ছে কেবল। ঠিক তেমনি, ইন্টারনেট আসে ব্রডব্যান্ড কেবলের মাধ্যমে। এখন একটি কেবল অনেক যন্ত্রে এবং ব্যবহার সুবিধার জন্য কেবল সংযোগহীন করতে এই ব্রডব্যান্ড কেবল রাউটারে লাগাতে হয়। রাউটার ঐ কেবলের ইন্টারনেট ডাটাকে বিভিন্ন পথে কেবল ছাড়া ওয়াইফাই নামক ডাটা চলাচলের পথের মাধ্যমে আপনার ফোনে পৌছায়। বলতে পারেন তাহলে জিপি সিম কেবল ছাড়া ইন্টারনেট কিভাবে দেয়। এখানেও একই, তাদের মূল টাওয়ারের গোড়ায় কেবল যুক্ত আছে। তারপর তা নেটওয়ার্ক এর মাধ্যমে আমাদের সবাইকে ভাগ করে দিচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ