শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বেসরকারি হাসপাতাল ল্যাবএইড এর কনসালটেন্ট (অর্থোডনটিকস) ডা. মো. শামীম আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে সব ধরণের দাঁতের চিকিৎসাই হয়। যেমন, ফিলিং, রুট ক্যানেল, ক্যাপ লাগানো, আঁকাবাঁকা দাঁত সোজা করা, দাঁত পরিষ্কার করা (স্কেলিং) ও দাঁত লাগানো। লাগানোর পর খুলে রাখা যায় এমন দাঁত লাগানোর ক্ষেত্রে ৪ হাজার টাকা করে (প্রতি দাঁত) এবং ফিক্সড দাঁতের ক্ষেত্রে ৭ হাজার করে নেওয়া হয়। আঁকাবাকা দাঁত যেটাতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। ফিলিং নেওয়া হয় ৩ হাজার টাকা করে, পলিশিংসহ হলে ৪ হাজার টাকা খরচ পড়ে। দাঁত তোলার ক্ষেত্রে একেক রকমের দাঁত একেক রকম খরচ পড়ে। ৩ হাজার করে খরচ হয়। শেষের দিকের দাঁতগুলো হলে সেগুলো সার্জিক্যাল অপারেশনের ক্ষেত্রে সাধারণত ৭ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ হয়।’

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ