Share with your friends
Call

কোনো বিষয়ের প্রথমেই শিক্ষণীয় সরলতম তথ্যসমূহ বা কোনো বিষয়ের প্রাথমিক জ্ঞান -কে ABC বলা হয়।

Talk Doctor Online in Bissoy App

ABC হচ্ছে একটি কম্পিউটারের নাম।  

Talk Doctor Online in Bissoy App
Call

Abc হলো একটি ফ্রেজ।যার বাংলা অর্থ প্রাথমিক শিক্ষা।

Talk Doctor Online in Bissoy App
mohsinkk

Call

একটি ল্যাপটপ  কোম্পানি  ABC

Talk Doctor Online in Bissoy App
  • Abc বলতে বুঝায়ঃ
  • অ আ ক খ।
  • বর্ণমালা।
  • প্রাথমিক তত্ত্ব।
  • কোনো বিষয়ের প্রাথমিক জ্ঞান।
  • আরম্ভকালীন/প্রারম্ভিক জ্ঞান/শিক্ষা।
  • ইংরেজি বর্ণমালার প্রথম তিনটি বর্ণ।
  • Abc অনুমান (১৯৮৫ সালে Joseph Oesterlé এবং David Masserabc অনুমানটি বর্ণনা করেন)।
  • এবিসি (ইংরেজি: ABC) একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা। নেদারল্যান্ডস্থ সিডব্লিউআই (CWI) এর তিন প্রোগ্রামিং ভাষা বিশেষজ্ঞ, লিও গিউর্টস, ল্যাম্বার্ট মার্টিন্স এবং স্টিভ পেম্বারটন, এই ভাষাটির উন্নয়ন করেন। প্রোগ্রামিং ভাষার সাথে সাথে প্রোগ্রামারদের জন্য একটি এবিসি আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টেরও উন্নয়ন করা হয় তখন। এবিসি প্রোগ্রামিং ভাষাটিকে বেসিক (BASIC), প্যাস্ক্যাল (Pascal) ও এডব্লিউকে (AWK)-এর বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য উন্নয়ন করা হয়েছিল। এবিসি একটি হাই লেভেল প্রোগ্রামিং ভাষা। এই ভাষাটি সিস্টেমস প্রোগ্রামিংয়ের জন্য নয়, মূলত: শিক্ষাদান বা প্রটোটাইপিংয়ের জন্য উন্নয়ন করা হয়েছিল।
  • সূত্রঃ উইকিপিডিয়া।
  • ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App