শেয়ার করুন বন্ধুর সাথে

ভারতীয় উপমহাদেশে কোনো নবী-রাসুল আগমন করেন নি। 



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মহান আল্লাহ তায়ালা পৃথিবীর শুরু থেকে মানবজাতির মাঝে ১২৪০০০ নবী এবং ৩১৫ জন রাসূল প্রেরণ করেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সকল নবী-রাসূলরাই কোনো না কোনো দেশ বা জাতির মাঝে ইসলাম প্রচার করেছেন। হযরত আদম (আঃ) পৃথিবীর প্রথম মানব, নবী ও রাসূল এবং হযরত মোহাম্মদ (সাঃ) পৃথিবীর সর্বশেষ নবী ও রাসূল। যেহেতু ১২৪০০০ নবীদের মধ্যে কে কখন কোথায় জন্মগ্রহণ করেছেন, কে কোথায় বসবাস করেছেন, কে কোথায় ইসলামের দাওয়াত দিয়েছেন, কে কখন কোথায় মৃত‍্যুবরণ করেছেন, তা ইতিহাসে নেই, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন নবী-রাসূলের ইতিহাস রয়েছে, সেহেতু এটি বলা সহজ নয় যে, এ দেশের পবিত্র মাটিতে কোনো পবিত্র নবীর পদচারণা হয়েছিলো কি'না। সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) যে পৃথিবীতে এসেছেন, তাও হাজার বৎসর আগে। যেহেতু হাজার হাজার বছর ধরে ১২৪০০০ হাজার নবী ও ৩১৫ জন রাসূলের ক্রমান্বয়ে এ পৃথিবীতে আগমন হয়েছে এবং সকলেই কোনো না কোনো ভূখণ্ড বা জাতির মাঝে তাওহীদ তথা ইসলামের দাওয়াত দিয়েছেন, সেহেতু এ ভূখণ্ডের মাঝেও কোনো কালে কোন নবীর আগমন হওয়াটা অস্বাভাবিকের কিছু নয়। পৃথিবীর প্রথম মানব, নবী ও রাসূল হযরত আদম (আঃ) সর্বপ্রথম শ্রীলঙ্কার সন্দ্বীপে পা রেখেছেন, যেই শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে খুব একটা দূরে নয়। ৬০ হাত লম্বা বিশালদেহী হযরত আদম (আঃ) তাঁর বিশাল লম্বা দুটো পা দিয়ে ৯৬০ বছর পৃথিবীতে পদচারণা করেছেন। আবার পৃথিবীর প্রথম মানবী হযরত হাওয়া (আঃ) সর্বপ্রথম সৌদিআরবের জেদ্দায় পা রেখেছেন, যেই সৌদিআরব বাংলাদেশ থেকে খুব একটা দূরে নয়। হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ) সর্বপ্রথম সৌদিআরবের 'আরাফাত' নামক ময়দানে মিলিত হোন। তাই এমনকি এই ভূখণ্ডে/জায়গায় পৃথিবীর প্রথম মানব, নবী ও রাসূল হযরত আদম (আঃ)-এর পদচারণা হওয়াটাও অস্বাভাবিকের কিছু নয়। যেহেতু ঐতিহাসিকেরাও পৃথিবীর ১২৪০০০ নবীর ইতিহাস জানে না, সেহেতু ইতিহাস এর উত্তর জানবে কিভাবে? তারপরও আমি যুক্তিনির্ভর তথ‍্য দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছি যে, কোনো কালে কোন নবীর এই ভূখণ্ডে/জায়গায় আগমন হওয়াটা অস্বাভাবিকের কিছু নয়। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ