future perfect continuous -----> sub + shall have been /will have been +verb(+ing) + object + extension. শেষে extension. এটা দ্বারা কি বুঝানো হয়েছে?
Share with your friends
Call

extension বলতে বাকি অংশ বুঝানো হয়েছে। 


ধরুন আপনাকে বলা হয়েছে একটি বাক্যের Future perfect continues করতে । 

সেই বাক্যটিকে তার গঠন অনুযায়ী সাজানোর পরে যদি বাক্যটির কোন অংশ বাদ থাকে তাহলে সেটি লিখতে হবে। 

যেমনঃ 

will have read forty-five books by Christmas.


এখানে forty-five books by Christmas. হলো বাক্যটির Extension 

Talk Doctor Online in Bissoy App
Shisir

Call

এখানে extension দ্বারা বাকী অংশ বোঝানো হয়েছে । অর্থাৎ, বাক্যের বাদবাকী অংশগুলা extension এর স্থানে হবে ।

Talk Doctor Online in Bissoy App

Extension বলতে বাকি অংশটুকুকে বোঝানো হয়েছে। যেমনঃ I Have A Book. এর পাস্ট হবেঃ Sub + Had + Extension (A Book).

Talk Doctor Online in Bissoy App