এতে কি সমস্যা বা গুনাহ হবে ? ইসলাম কি বলে -রেফারেন্স সহ দিলে খুশী হব
শেয়ার করুন বন্ধুর সাথে
Habib96

Call

নাবালেগ বাচ্চা (অবুঝ, যারা কোন কিছু জানেনা এবং কোন কিছুর চিত্রও তাদের মাথায় অংকিত হয় না) পাশে থাকাবস্থায় সহবাস করা জায়েজ আছে৷ এতে কোন গুনাহ হবে না৷ বাচ্চা যদি নাবালেগ হয় কিন্তু বুঝমান (3—4 বছরের) তাহলে এদের পাশে রেখে সহবাস না করায় বাঞ্চনীয়৷ কেননা এ বয়সের বাচ্চারা তাদের দেখা অনেক জিনিসই বিভিন্ন সময় প্রকাশ করে থাকে, যা বাবা-মার জন্য লজ্জাজনক হতে পারে৷ আর যদি বাচ্চা সব কিছু জানতে বা বুঝতে শেখে তাহলে তাদের পাশে রেখে সহবাস করা জায়েজ নেই৷ 

সর্বাবস্থায় বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর নিরাপদ দূরত্বে বা আলাদা কক্ষে সহবাস করা উচিত৷ নতুবা বাচ্চা নির্লজ্জ হওয়ার আশংকা থাকে৷

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ