Call

প্রধানত একজন মহিলা বাচ্চা জন্মের  মাত্র তিন সপ্তাহের ব্যবধানে পুনরায় গর্ভবতী হয়ে যেতে পারে। আবার  এমনো  হতে পারে যে হয়ত তখনও শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এবং হয়ত মাসিক তখনও শুরু হয়নি কিন্তু তখনো প্রেগন্যান্ট হবার সম্ভাবনা আছে । শিশু জন্মের পর প্রথম বার সহ প্রতিবার যৌনমিলনের সময় যে কোন প্রকার গর্ভনিরোধক ব্যবহার করা উচিৎ । বিশেষ করে-  কনডম, সিজারের বাচ্ছা হওয়ার প্রথম তিন মাস সহবাস কম করাই শ্রেয়। 


জনাব! আপনি  যেহেতু ১৪ দিন পর সহবাস করেছেন তাই এতে প্রেগন্যান্ট হবার সম্ভাবনা আছে। যদি গর্ভনিরোধক ব্যবহার  করে থাকেন তবে প্রেগন্যান্ট হবার সম্ভাবনা নাই। সে প্রেগন্যান্ট কি না নিশ্চিত হতে চাইলে প্রেগ্ন্যাসির টেস্ট করান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

না প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নাই বাচ্চা প্রসবের পর ৬/৮ সপ্তাহ পর ডিম্বাশয় ফুটে ।তবে যেহেতু আপনি সিজার করেছেন কাজেই কখন মাসিক হবে তা বলা সম্ভব না তবে সিজারের প্রথম ২ মাসের মধ্যেই মাসিক শুরু হবে মাসিক শুরুর আগে মিলন করা ঠিক না।

আপনার ক্ষেত্রে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই। মনে রাখবেন স্ত্রী সম্পূর্ন ভাবে সুস্থ্য না হওয়া পর্যন্ত মিলন করা ঠিক না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ