HMMOBAROKBD

Call

উত্তর:মোট পাঁচটি পৃথক সংখ্যা লেখা যাবে। সংখ্যাগুলো হলো ৯৫৫৫৫, ৫৯৫৫৫,৫৫৯৫৫, ৫৫৫৯৫ এবং৫৫৫৫৯! 

ব্যাখ্যা-এর উত্তরের জন্য যুক্তিটি হলো,৯ কে  পাঁচ অঙ্কের সংখ্যার পাঁচটি স্থানের যে কোনো একটি স্থানে স্থাপন করতে পারি। মানে ৯ কে পাঁচভাবে স্থাপন করা যায়। এদের প্রতিটি স্থানের সঙ্গে ৫ এর অবস্থান শুধু এক ভাবেই হতে পারে। কারণ, যেহেতু অঙ্কগুলো অভিন্ন, সবগুলোই শুধু ৫, তাই ওদের অবস্থান আগে-পরে, যা-ই হোক না কেন, সংখ্যা একই থাকবে। অর্থাৎ মোট সংখ্যা হবে (৫X১) = ৫ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ