Call
আমি যা বুঝতে পারছি তা হলো - আপনি হয় প্রেগন্যান্ট নন অথবা  ট্রিপ কাঠি নষ্ট হয়ে গিয়েছে। একটু কাঠিটি স্পষ্ট ভাবে দেখালে বোঝা যেত। সে যাই হোক নিচের নিয়ম দেখে মিলিয়ে নিন। 

C কন্ট্রোলে  যদি একটি বেগুনি রং আসে তাহলে আপনি বুঝবেন যে গর্ভবতী নন (নেগেটিভ)| যদি C ও T কন্ট্রোলে দুইটি বেগুনি রং আসে তাহলে আপনি বুঝে নিবেন যে আপনি গর্ভবতী (পজেটিভ)। যদি শুধু T কন্ট্রোলের দাগ আসে তাহলে বুঝে নিবেন স্ট্রিপ কাটি টি সক্রিয় নয়। সেক্ষেত্রে নতুন কাটি প্রয়োজন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রেগনান্সি টেস্ট যদি দুইটা দাগ থাকে তাহলে আপনি প্রেগন্যান্ট।  আর যদি একটা দাগ আসে তাহলে আপনি প্রেগন্যান্ট নন। এখানে একটা দাগ দেখা যাচ্ছে সুতারাং আপনি প্রেগন্যান্ট নন। তারপর ও যদি আপনার সন্দেহ থাকে তাহলে আরেকটা কাঠি দিয়ে পরীক্ষা  করে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ