শেয়ার করুন বন্ধুর সাথে
mohsinkk

Call

নিকোটিন  নামক বিষ  থাকে এবং খুব অল্প পরিমানে থাকে ও দেহের ক্ষতি  সাধন করে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নিকোটিন।                     

এটি এই সিগারেটে থাকা একমাত্র বিষ যা মানুষ টাকা দিয়ে কিনে সাদরে গ্রহণ করে। তামাক পাতা থেকে এটা পাওয়া যায়। সিগারেটের ০.৬-৩% থাকে নিকোটিন, এটি খুবই নেশার সৃষ্টি করে। নিকোটিন শরীরে গিয়ে রক্তের সাথে মিশে যায়। শ্বাসকষ্ট আর ক্যান্সার সহ নানান রোগের কারন এটি। সবচেয়ে ভয়ের ব্যাপার- অধুমপায়ীরাও নিকোটিন দ্বারা আক্রান্ত হতে পারে ধুমপায়ী দের ছাড়া ধোঁয়ার কারনে। আর পুরোপুরি তরল নিকোটিন সরাসরি গ্রহন করলে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ