নিচের নৈবত্তিকটির উত্তর দেন???উত্তরের পক্ষে সামান্য ব্যাখ্যা আআবশ্যক।


image


Share with your friends
HMMOBAROKBD

Call

উত্তর হবে-"ক)একও দুই৷  

ব্যাখ্যা:-প্রশ্নে উল্লেখিত ব্যাক্তি সত্য প্রকাশ করতে গিয়ে অনেক নির্যাতন এর স্বীকার হয়,এমন কি বাধ্য হয়ে তাকে দেশ ত্যাগ করতে হয়।এ অবস্থায় সে দুঃখে কাতর ছিলো৷ 

এঘটনাটি আমাদেরকে হুজুর পাক সাঃ এর হিজরতও দেশপ্রেম এর কথা মনে করিয়ে দেয়,হুজুর পাক সাঃ ছিলেন আরবের কাফেরদের নিকটও প্রিয় ব্যাক্তি,যতদিন তিনি সত্য প্রকাশ করেনি(ইসলামের দাওয়াত দেয়নি)। যখন দাওয়াত দিলো,তখন হুজুর পাক সাঃ এর উপর চালানো অমানবিক নির্যাতন৷ এবং বাধ্য হয়ে তাহাকে দেশ ত্যাগ/হিজরত করতে হয়,এঅবস্থায় হুজুর সাঃ খুব ভারাক্রান্ত ছিলো৷ হুজুর পাক সাঃ মক্কা/নিজ জন্মভূমিকে খুব ভালোবাসতো৷                       

Talk Doctor Online in Bissoy App

(ক) নাম্বারটা সঠিক হবে। মক্কাবাসী কাফেরদের অত্যাচারে নবীজী হিজরত করতে মদীনায় চলে যান। এবং বার বার পিছন ফিরে মক্কার দিকে তাকিয়ে থাকেন। এতে উনার নিজ দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। যা উদ্দিপকের সাথে মিল রয়েছে।

Talk Doctor Online in Bissoy App
Habib96

Call

প্রশ্নের উত্তর হলো- (ক) ¡ ও ¡¡ উদ্দীপকের বর্ণনায় আলী সাহেব যেমন সত্যপ্রকাশ করতে যেয়ে দেশত্যাগে বাধ্য হন  তেমনিভাবে রাসূল সাঃ ও সত্য দ্বীনের দাওয়াত দিতে যেয়ে কাফের কর্তৃক দেশত্যাগে (হিজরতে) বাধ্য হন৷ এবং উভয়ে দেশপ্রেমে (মাতৃভূমির টানে) কাতর হয়ে পড়েন৷

Talk Doctor Online in Bissoy App
Call

শুনুন নিশাত ম্যাম। উত্তর তিনটিই হবে। বুঝিয়ে দিচ্ছি প্রথম দুইটি তো হবেই। তৃতীয় টি হওয়ার কারণ হলো উদ্দীপকে দেখেন শেষ লাইনে লেখা আছে, এ সময় সে অত্যন্ত কাতর হয়ে পড়ে। কাতর তো আর মানুষ এমনি হয় না। অবশ্যই হৃদয় কমল হতে হবে, তাই না? আর আপনি খুব ভালো করেই জানেন মহানবি (স) এর হৃদয় কতটা কমল ছিল। এর ভিত্তিতে তিনটিই সঠিক।

Talk Doctor Online in Bissoy App