Call

কেউ অহেতুক সতর্ক করলে অভিযোগ করার কোনো প্রয়োজন নাই। কেউ সতর্ক করলে সেটার এলার্ট প্রশাসনের লোকজনের কাছে আসে, অহেতুকভাবেই সতর্ক করে এমন প্রমাণিত হলে প্রশাসন কর্তৃক ব্যবস্থা নেওয়া হবে/হয়।

Talk Doctor Online in Bissoy App
Call
বিস্ময়ে আপত্তিকর কিছু দেখা মাত্র সতর্ক করার অধিকার সকল সদস্যের রয়েছে। তাই প্রশ্ন উত্তর বা মন্তব্যে সতর্ক করতে হলে সেখানে তার কি ভুল সেই ভুলটাই মন্তব্যে জানিয়ে দিতে হবে। আর এই মন্তব্যের নোটিফিকেশন দেখতে আসলেই যেকারনে সতর্ক করা হয়েছে তা দেখতে পাবে। আর এভাবেই তার প্রশ্ন উত্তর কিংবা মন্তব্যের ভুলগুলো শোধরাবে।

তবে আপনি একটি আইডির বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি অকারণে সতর্ক করেন!

মুলত সঠিক প্রশ্ন বা সঠিক উত্তর বা মন্তব্যে সতর্ক করার দরকার নাই।

যদি অকারনে সতর্ক করেই থাকে তাতে কোন সমস্যা নেই। কেননা, কোথাও কোন সতর্ক করা হলে এগুলি আমরা দেখতে পারি এবং তা যাচাই করেই সঠিক সমাধান করে থাকি।

যদি কোন ব্যক্তি অকারণে সতর্ক করতেই থাকে তাহলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এমনকি সে ব্লকও হয়ে যেতে পারে।
Talk Doctor Online in Bissoy App