না, অযু ভঙ্গ হবে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এক্ষেত্রে আপনার অযু ভঙ্গ হবেনা । 

আপনার এই কারনটি অযু ভঙ্গের শর্তে নেই । 

কোন ব্যক্তি অযু করার পর কিছু নির্দিষ্ট কাজ না করলে তার অযু অবিরত বলবৎ থাকে। ঐ কাজগুলো করার মাধ্যমে অযু অকার্যকর হয় যা অযু ভেঙ্গে যাওয়া ও বলে।

অযু ভঙ্গের কারণ ৭টি:

1. পায়খানা-পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া।

2. মুখ ভরে বমি হওয়া।

3. শরীরের ক্ষতস্থান হতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া।

4. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।

5. চিৎ, কাৎ বা হেলান দিয়ে ঘুম যাওয়া।

6. পাগল, মাতাল বা অচেতন হওয়া।

7. নামাযে উচ্চ আওয়াজে হাসা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ