আমার বয়স ১৮ বির্য পাতলা এবং দ্রুতবির্যপাত হয় এই জন্যে খাবো এটা খাওয়া কি ঠিক হবে??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জারনাই হামদর্দ কম্পানির সিরাপ। এটি মূলত অতিরিক্ত স্বপ্নদোষের জন্য ডাক্তাররা দেয়। এর কার্যকারিতা : রোগ নির্দেশনাঃ অতিরিক্ত স্বপ্নদোষ শুক্রমেহ অসময়ে বীর্যস্খলন প্রস্রাবের জ্বালা-পোড়াশয্যায় মূত্রত্যাগ পুরুষাঙ্গের অতি সংবেদনশীলতা সেবন করার নীয়ম১ চা চামচ দৈনিক ২-৩ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। প্রতিনির্দেশঃ পার্শ্ব প্রতিক্রিয়াঃ নির্ধারিতমাত্রায় সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। এম্বার বোতলে ১০০ মিলি সিরাপ মূল্যঃ ১০০ মিলি ৭০.০০ ৳ দ্রুত বীর্যপাতের জন্য ঔষধঃ সিরাপ জারনাইড- ২ চা চামচ দিনে ২ বার ৭-১৫ দিন সেব্য।ট্যাবলেট স্পার্মাটিন - ২ ট্যাবলেট দিনে ২ বার ৭-১৫ দিন সেব্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ