শেয়ার করুন বন্ধুর সাথে

নির্ঝর কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। গ্রন্থ রেজিস্ট্রেশনের তালিকায় ১৯৩৯ সালের ২৩ জানুয়ারি গ্রন্থটির প্রকাশকাল চিহ্নিত হয়। এই গ্রন্থে মোট কবিতার সংখ্যা ২৫টি।

কবিতাসমূহসম্পাদনা

  1. অভিমানী,
  2. বাঁশীর ব্যথা,
  3. আশায়,
  4. সুন্দরী,
  5. মুক্তি,
  6. চিঠি,
  7. আরবি ছন্দের কবিতা,
  8. প্রিয়ার দেওয়া শরাব,
  9. মানিনী বধূর প্রতি,
  10. গান (আজ নূতন করে পড়ল মনে মনের মতনে),
  11. গরিবের ব্যথা,
  12. তুমি কি গিয়াছ ভুলে,
  13. হবে জয়,
  14. পূজা-অভিনয়,
  15. চাষার গান,
  16. জীবনে যাহারা বাঁচিল না,
  17. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
  18. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
  19. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
  20. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
  21. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
  22. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
  23. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
  24. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
  25. নমস্কার।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ