গুরুত্ব,তাৎপর্য,ফযিলত এগুলোর মধ্যে পার্থক্য কি...?

ধরুন,হজ্বের গুরুত্ব,ফযিলত,তাৎপর্য এগুলো আমাদের বইয়ে আলাদা আলাদা প্যারা করে বর্ণনা করা আছে।

আমি এই তিনটিকে প্রায় কাছাকাছি মনে করি...তবে খানিকটা কনফিউস্ট।

প্রশ্ন হলো:তাহলে,এই তিনটি জিনিসের মধ্যে কি পার্থক্য???


শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

আভিধানিক অর্থে -  

তাৎপর্য=ভাবার্থ, গূঢ় অর্থ, মর্মার্থ। 

গুরুত্ব  = গাম্ভীর্য,প্রয়োজনীয়তা৷ 

ফজিলত =লাভ/মুনাফা৷  

হ্যা!!সত্যকথা এটাই যে,এ শব্দগুলো খুবই কাছাকাছি অর্থবহন করলেও তিনটি শব্দ সম্পূর্ণ পৃথক৷এবিষয়গুলো খুবই সুক্ষ্ম! 

তাই আপনাকে বুঝাতে আমি একটি উদাহরণ টানছি!উদাহরণটা "সুবহানাল্লাহু"দিয়ে৷সুবহানাল্লাহু'র তাৎপর্য, ফজিলত ও গুরুত্ব  কি??

সুবহানাল্লাহ/আল্লাহর জিকিরের তাৎপর্য,ফজিলতও গুরুত্ব এখানে তুলে ধরা হলো-

তাৎপর্যক-একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা ‘লা ইলাহা ইল্লাল্লাহু’র অর্থ জানি।কিন্তু সুবহানাল্লাহ’র তাৎপর্য কি? তখন হজরত আলী  রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, ‘আল্লাহ তাআলা এ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন। তিনি এ বাক্য দ্বারা সন্তুষ্ট হন। এ বাক্যটির জিকির আল্লাহ তাআলার  মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়।


ফজিলত-হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসুল সাল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লামের নিকট  ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন ১০০০ নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে ১০০০ হাজার নেকি অর্জন করবে? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ১০০ বার سُبْحَانَ اللهِ (সুবহানাল্লাহ) বললে, তার জন্য ১০০০ হাজার নেকি লেখা হবে। অথবা তার ১০০০ পাপ মোচন করা হবে। (মুসলিম, মিশকাত)


গুরুত্ব -সুবহানাল্লাহ এটা আল্লাহর জিকির!রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর স্মরণ তথা জিকিরের প্রতি মনোযোগী হতে হাদিসে পাকেও জিকিরের গুরুত্ব তুলে ধরেছেন। জিকির যে কারণে গুরুত্বপূর্ণ সে সব বিষয়গুলো সুস্পষ্ট ভাষায় হাদিসে পাকে ওঠে এসেছে-

>> ‘যে ব্যক্তি তার প্রভুকে জিকির (স্মরণ) করে, আর যে ব্যক্তি তার রবকে জিকির বা স্মরণ করে না; তাদের দৃষ্টান্ত হলো- জীবিত ও মৃতের ন্যায়।’ (বুখারি, ফাতহুল বারি)

আমার আলোচনা থেকে আপনি কিছুটা বুঝতে সক্ষম হলে নিজেকে ধন্য মনে করবো!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ