MDimamkhan

Call

আপনি গোল আলু থেতে ওই স্থানে লাগাতে পারেন , আশাকরি সমস্যার সমাধান হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

আপনি নিয়মিত চশমা ব্যবহার না করে আপনি ধীরে ব্যবহার করতে পারেন। এতে আপনার চোখের পাশে কালো দাগ পড়বে না। দাগ দূর করার জন্যে আপনি নিচের ঘরোয়া পদ্বতি অবলম্বন করতে পারেন। 

  1.  প্রথমে আপনি শশা এবং আলু স্লাইস করে কেটে নিন। প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান। এভাবে ২০ মিনিট রাখুন। এবার একইভাবে আলুর স্লাইস চোখের উপর লাগান। 
  2. অথবা শশা এবং আলু ব্লেন্ড করে নিন। দু’টুকরো তুলা নিন। এবার ব্লেন্ড করা রস তুলাতে নিয়ে চোখে লাগাতে পারেন। কমলার রসের সাথে দুই-এক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগান। এটা কালো দাগ দূর করার পাশাপাশি চোখ দাগ দূর করবে। আশা করি এগুলো ব্যবহারের মাধ্যমে আপনি উপকৃত হবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ