শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যা!জায়েজ আছে,যদি আপনি বিয়ের আগে তার সাথে হারাম আলাপ-আলোচনায় লিপ্ত না হন,এবং কোন প্রকার সাক্ষাৎ না করেন ৷শুধু মনে মনে ভালোবাসেন, এবং দেয়া করেন৷   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

ইসলামে আল্লাহ হতে বিমুখতা, নারী-পুরুষের বিবাহ-বহির্ভূত প্রেম ভালোবাসা বা বন্ধুত্ব, একান্ত প্রয়োজন ব্যতিরেকে পারস্পরিক কথোপকথন, নির্জনে দুজনের একাকীত্ব গ্রহণ – ইত্যাদি কাজ নিষিদ্ধ রয়েছে।

অতএব, আপনি যদি কাওকে মনে মনে পছন্দ করেন কিন্তু এটা আপনাকে কোন প্রকার হারাম আলাপন, সাক্ষাৎ ও নিষিদ্ধ কার্যকলাপের দিকে নিয়ে না যায় তাহলে এতে কোন অসুবিধা নেই। অনুরূপভাবে নির্দিষ্ট ঐ ব্যক্তি যেন আপনার ভাগ্যে জুটে অর্থাৎ আপনি জীবন সঙ্গী হিসেবে পান এমন দুআ করেন কোন অসুবিধা নেই; যতক্ষণ পর্যন্ত আপনি( নারী বা পুরুষ) আল্লাহকে ভয় করেন এবং ইসলামে নিষিদ্ধ যে কোন কার্যকলাপ থেকে বিরত থাকেন। 

পবিত্র কুরআনে আল্লাহর সেই বাণীটি মুসলিম যুবক যুবতীদের মনে রাখা চাই – যাতে তিনি বলেছেন,

الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ ۖ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ...

“দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষেরা দুশ্চরিত্রা নারীদের জন্য; অনুরূপ সচ্চরিত্রা নারীগণ সচ্চরিত্র পুরুষগণের জন্য এবং সচ্চরিত্র পুরুষগণ সচ্চরিত্রা নারীগণের জন্য...” –সূরা নূর:২৬

অতএব, আমরা যেন সমস্ত অনাচার, পাপাচার ও ফিতনাহ হতে বেঁচে থেকে আল্লাহর কাছে দুআ করি, নিজেদের চরিত্রকে পবিত্র রাখি, অথবা কোন অন্যায়ে লিপ্ত থাকলে এ থেকে ফিরে এসে চরিত্রকে পুনর্গঠন করি – তবে আল্লাহই ইহকাল পরকালের জন্য উত্তম জীবন সঙ্গী উপহার দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হোন।

সংগৃহীত মুহাম্মাদ ফয়জুল্লাহ এর লিখা থেকে, মুতাখাসসিস ফিল ফিকহিল ইসলামী, আল-জামিআতুল আহলিয়া, দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রাম।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ