Dell কম্পিউটার ,কী বোর্ড ও Dell এখন অ্যাবরো setup দিলাম বাংলা/ইংলিশ লেখার জন্য এখন software setup 
দেওয়াতে অ্যাবরো এর লম্বা মেনুবার টা Desktop screen এর উপরে আছে এখন mouse দিয়ে ক্লিক করে বাংলা্ এবং ইংলিশ পরিবর্তন করতে পারি ,, লেখতে পারি ,,কিন্তু keyboard থেকে shotcut এর নিয়ম কী যাতে বার বার mouse দিয়ে ক্লিক না করতে হয় ,f12 চাপলে হচ্ছে না । আশা করি আমাকে সাহায্য করবেন সমস্যার সমাধানে,


Share with your friends

Call

অভ্র নাকি বিজয় ব্যবহার করেন? F12 এ কাজ না হলে CTRL+ALT+B চাপেন তাহলে কাজ হবে।

Talk Doctor Online in Bissoy App