আমি ২ বছর সময় নিয়ে bcs প্রস্ততি নিতে চাই এবং পাশাপাশি একটা ছোট খাটো চাকরি করি  এখন আমি দৈনিক ৪ ঘন্টা করে পড়লে কি bcs এ কি সফল হতে পারবো?
Share with your friends
Call

আপাতত আপনি ২ বছর হাতে সময় নিয়ে ৪ ঘন্টা পড়ালেখা করতে পারেন।তা যথেষ্ট ভাল।তবে বিসিএস পরীক্ষা যখন কাছাকাছি চলে আসবে মানে ৪-৫ মাস পরে আপনার বিসিএস পরীক্ষা এমন অবস্থায় আপনাকে ৪ ঘন্টা থেকে অনেক বেশি পড়তে হবে।১০-১২ ঘন্টা পড়লে তা আপনার জন্যই ভাল হবে।আপনার প্রশ্নের মূল উত্তর হলো যে,আপনি আপাতত ৪ঘন্টা পড়লে হবে তবে বিসিএস পরীক্ষা কাছাকাছি চলে আসলে আপনাকে অনেক বেশি পড়তে হবে।তা হোক ১০-১২ ঘন্টা বা ১৪-১৫ ঘন্টা।তবেই আপনি সফল হতে পারবেন।কারণ আপনাকে বাস্তবতা মাথায় রাখতে হবে।বিসিএস পরীক্ষায় ৪ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয় এবং ক্যাডার পায় ২ হাজার জন ছাত্র-ছাত্রী।তাই আপনাকে এই বাস্তবতা মাথায় রেখে পরীক্ষা কাছাকাছি চলে আসলে অনেক বেশি বেশি পড়াশোনা করতে হবে।                      

Talk Doctor Online in Bissoy App