তাছাড়া, গ্রামীণফোন (4G সিরিজের) নতুন সিম ক্রয় করলে তার মধ্যে কী কী অফার থাকে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সিম রিপ্লেসমেন্ট এর চার্জ ২০০ টাকা। নতুন সিমে আপনি মেইন একাউন্টে ৫ টাকা প্রি-লোডেড অ্যামাউন্ট এবং ভিলেজ ফোন সংযোগে ৫০ টাকা প্রি-লোডেড অ্যামাউন্ট ৩০ দিনের জন্য ব্যবহার করতে পারবেন। প্রথমবার ঠিক ৩৪ টাকা রিচার্জে ২৪ ঘণ্টা [জিপি- সকল অপারেটর] ১ পয়সা/সেকেন্ড [এসডি+ভ্যাট+এসসি প্রযোজ্য হবে] কল রেটে কথা বলতে পারবেন, মেয়াদ: ৩০ দিন এবং ৫টি এমএমএস পাবেন, মেয়াদ ৭ দিন। সাথে পাবেন ১ জিবি ইন্টারনেট, মেয়াদ: ৭ দিন [ফ্রি]। আপনি দ্বিতীয়বার ৬৬ টাকা (ভ্যাট+এসডি+এসসি সহ) রিচার্জে পাবেন ১১০ মিনিট যার মেয়াদ ১০ দিন [রিচার্জটি অবশ্যই সিমের দ্বিতীয় রিচার্জ হতে হবে এবং ঐ রিচার্জটি সিমের এক্টিভেশনের দিন ও তার পরবর্তী দিনের মধ্যে করতে হবে]। এছাড়া ঠিক ১৭ টাকা [এসডি+ভ্যাট+এসসি সহ] রিচার্জে অথবা মাইজিপি অ্যাপ থেকে ১ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদে কেনার সুবিধা পাবেন। অফারটি সংযোগ চালু হওয়ার মাস সহ প্রতি মাসে সর্বোচ্চ একবার করে ৯ মাস পর্যন্ত নেওয়া যাবে। প্রতি মাসে কেনার অবশিষ্ট সুযোগ জানতে *১২১*১১১১# ডায়াল করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mohsinkk

Call

২০০ টাকা লাগবে একটা গ্রামিন প্রিপেইড সিম কিনতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Rasel Ahmed

Call
বর্তমানে 4G গ্রামীণ সিম কিনতে লাগে ১৫০ টাকা । ১০০ টাকা রেজিষ্টার করতে আর ৫০ টাকা ফ্রেক্সিলোড করে দেওয়া হয় । আর সিম তুলতে ১৫০ টাকা লাগে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ