লাল রঙের কোড <+fg=f0f00f0f> (remove +)।এই কোডটা ফেসবুক লাইট দিয়ে লিখলে লাল রঙের লেখা আসে না।
শেয়ার করুন বন্ধুর সাথে

অবশ্যই আসে। কিন্তু আপনি তা অ্যান্ড্রয়েড ফোনের ফেসবুক অ্যাপ ছাড়া দেখতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফেসবুকে HTML কোড allow করা নেই l তাই HTML সাপোর্ট করে না l ফেসবুকে যদি HTML কোড সাপোর্ট করতো তাহলে সবাই পোস্ট এবং প্রোফাইল ডিজাইন করার জন্য অনেক HTML এবং CSS ব্যবহার করতো l এতে ফেসবুকের ডেটাবেজ অনেক বড় হয়ে যেত l তাই ফেসবুকে HTML allow করা হয় নাই l ফলে HTML কোড সাপোর্ট না করার কারণে আপনি কালার কোড ব্যাবহারের পরেও লেখা কালার হয় না l

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ