আমি নববিবাহিত।সহবাসে কাঙ্খিত সময় পাচ্ছিনা।৫-৭ মিনিটে বীর্যপাত।ইউটিউব এর একটি ভিডিও থেকে জানতে পারছি এই লিকুইড টা লিঙ্গের আগায় লাগালে নাকি যৌন সুড়সুড়ি কম হয় এবং সহবাসে স্হায়িত্ব বেশি হয়।এখন এটার ব্যবহার এবং পাশ্বপ্রতিক্রীয়া সম্পর্কে জানতে চাই।আমার বয়স ২৩ বছরUpload failed: [object Object] 
Share with your friends
mdsagir44

Call

এটি ব্যবহারে পার্শপ্রতিক্রিয়া রয়েছে,প্রথমত নার্ভস গুলা অবশ হয়ে যেতে পারে চিরতরে জন্রো, তা ছাড়া রক্ত চলাচলের ঘাটটি দেখা দিতে পারে, এমনকি স্নায়ূতন্ত্রে সমস্যা হতে পারে, অর্থাৎ স্নায়ূতন্ত্রে ভোধক্ষমতা হ্রাস পেতে পারে, মূলত অসুদটি লিংগের জন্য ব্যবহার করার জনৌ তৈরি করে নি, এ অসুদটি অবস করার জনৌ ব্যবহৃত হয়

Talk Doctor Online in Bissoy App