Call

প্রথমেই সাফি সিরাপের উপকারিতা  তুলে ধরি- 


সাফি সিরাপ পাঁচড়া, দাদ, বিখাউজ সহ নানা রকম চর্মরোগ থাকে তাদের জন্য সাফি একটি উৎকৃষ্ট সিরাপ হিসাবে চিহ্নিত করা হয়। এছাড়াও সাফি সেবন করলে কাশি, গলার ইনফেকশন, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিণতা সহ শরীরের ত্বক সুন্দর করে। সাফি সিরাপের সবচেয়ে বড় গুণ রক্ত পরিষ্কার করে থাকে। ঘামাচি, খুঁজলি সহ বিভিন্ন চুলকানি থেকে মুক্তি দিতে সাহায্য করে।


অপকারিতা/পার্শ্বপ্রতিক্রিয়া -ইহার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই৷ তবে অ্যালকোহল জাতীয় পানি বো নেশা জাতীয় দ্রব্যাদির সাথে সাফি সম্পূর্ণ নিষেধ। সিগারেট ও নেশা জাতীয় দ্রব্য পরিহার করে সাফি সিরাপ সেবন করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ