শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারি এই পান: ১) পান পাচন শক্তি বাড়ায়।  ২) গলার সমস্যায় পান খুব উপকারী। আওয়াজ পরিস্কার করতে পান সাহায্য করে।  ৩) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে।  ৪) পান খেলে মুখের স্বাদ ফিরে আসে।  ৫) হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে পান। ৬) পান খেলে পেট পরিষ্কার হয়।   ৭) সর্দি কাশি হলে পানের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।   ৮) পানের সাথে গোলমরিচ, লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায়।   ৯) মুখে ঘা হলে পানের মধ্যে কর্পুর দিয়ে চিবিয়ে খেয়ে বার বার পিক ফেললে লাভ পাওয়া যায়।   ১০) পান খাওয়ার ফলে মুখে যে লালার সৃষ্টি হয় তা পাচন শক্তি বৃদ্ধি করে। পান খাওয়ার অপকারিতা:  ১) পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায়।   ২)  তবে বেশি পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে। পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না।   3) পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে ইনফেকশান হয়। 5) পানে বেশিমাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয়। 6)পান উষ্ণ এবং পিত্তকারক। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ