Call

বয়ঃসন্ধি কালে ছেলেদের গলার স্বর একটু গম্ভীর হয়। স্বরটা গম্ভীর হলে গলা ছেড়ে গান গাইতে যে একটু কষ্ট হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তাই আপনি যদি বয়ঃসন্ধি কালে পা রাখেন, তাহলে এমনটা মেনে নিন। তাছাড়া, বয়ঃসন্ধি কালের সমাপ্তি ঘটলে তখন আর এমন হয় না।

গলা ছেড়ে গান গাইতে হলে আপনাকে যা যা করতে হবেঃ

  1. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গানের রেওয়াজ করুন। কেননা, সকালে কণ্ঠস্বরটা একটু অপরিষ্কার থাকে।
  2. প্রতিদিন নিয়মিত গানের চর্চা করতে থাকুন। একমাত্র প্র্যাক্টিসই পারে আপনাকে এ সমস্যা থেকে মুক্তি দিতে। 
  3. দিনে প্রচুর পরিমাণে পানি পান করুন। পানি ভোকাল কর্ডকে আর্দ্র রাখে। ফলে, কণ্ঠ ছেড়ে গান গাওয়াটাও এর জন্য সুবিধাজনক।
  4. আপনার বাড়ির আশেপাশে কোনো বজার/দোকান থাকলে সেখান থেকে সামান্য ‘যষ্টিমধু’ ক্রয় করুন এবং সেটি নিয়মিত সেবন করুন। উল্লেখ্য, যষ্টিমধু কণ্ঠের আওয়াজকে জোড়ালো করতে সাহায্য করে।
  5. সর্বোপরি আল্লাহ তায়ালার কাছ থেকে সুন্দর কণ্ঠের প্রার্থনা করুন। কেননা, এটি তারই নিয়ামত। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ