বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়েছি 

এখন এটা কি হারাম হবে 

বা এখন যদি নিজের টাকার থেকে টাকা দান করলে কী হবে ?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেওয়া এটা কারো জন্য বৈধ নয়। যেহেতু বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়েছেন তাই উক্ত টাকা ফিরিয়ে দিন। যদি বাবাকে দিতে না পারেন, বা তিনি যদি না থাকেন তাহলে উক্ত টাকার ওয়ারিশ আপনি সহ অন্য যারা পাবেন তাদের দিয়ে দিন। জনাব! এখন যদি নিজের টাকা থেকে সমপরিমান টাকা দান করতে চান তাহলে তা হবে না যদি ওয়ারিশ থাকে। যদি ওয়ারিশ না থাকে তবে সওয়াবের প্রত্যাশা না করে দান করতে পারেন। মানুষের জন্য যা কিছু অপকার বা ক্ষতি কারক ঐ সমস্ত কর্ম বা বস্তকে আল্লাহ পাক হারাম করেছেন মিথ্যা বলাও তার অন্তর্ভূক্ত। ঠিক সেরকম বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিলেও তা হারাম হিসাবে গন্য হবে। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে যে সব বিষয়কে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, ইসলামি শরীয়াতের পরিভাষায় তা হারাম বা অবৈধ। অন্য কথায়, হারাম অর্থ অবৈধ, ক্ষতিকারক, অকল্যাণকর কর্ম ও বস্তুসমূহ যা মানুষের জন্য অপকারের বা ক্ষতির কারণ। ঐ সমস্ত কর্ম বা বস্তকে আল্লাহ পাক হারাম করেছেন। যেমন: সকল পাপ কর্ম তার মধ্যে মিথ্যা অন্তর্ভুক্ত। ইসলামি শরিয়তে মিথ্যা বলা সম্পূর্ণ নিষেধ। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা পরিহার করা ও সত্য বলার বিষয়ে অনেক বেশি সতর্ক করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ