আমার বাবা মায়ের  ভোটার আইডি কার্ডে নামে ভুল আছে। যেমনঃ-

১) আমার সার্টিফিকেট এ আমার নাম দেওয়া আসে রেজা হোসেন।
২)মায়ের নাম দেওয়া আসে ইয়াস্মিন আরা।

কিন্তু আমার বাবার ভোটার আইডির নামের পাশে হোসেন নাই। আর মায়ের নামের পাশে আরা নাই। আমার বাবা মায়ের কাছে কোন প্রকার সার্টিফিকেট নাই। কি করে এটা সমাধান করব? আর সমাধান না হলে আমার কি সরকারি চাকরি হবে না? আর আমি কি বিদেশে জেতেও পারব না?

শেয়ার করুন বন্ধুর সাথে
H.M.Nuralom

Call

নির্বাচন অফিসে গিয়ে খুলে বললে তারা সমাধান করে দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ