উপরের উক্তিটির ব্যাখ্যা চাই,  উক্তিটি দারা কি বোঝানো হয়েছে
Share with your friends

এখানে কবি/লেখক তাঁর এই উক্তির মাধ্যমে তিনি ভালোবাসায় যে সীমাহীন কষ্ট পেয়েছেন সেটা তার লেখনীর মাধ্যমে বুঝাতে চেয়েছেন। লেখক বলেছেন, ভালোবাসার অবস্থান তাঁর চোখের জলে। যখনই তাঁর ভালোবাসার কথাগুলো জানার ইচ্ছে হবে বা পুরণো ভালোবাসার স্মৃতিচারণ করতে ইচ্ছে করবে, কৌতুহল জাগবে তখনই তাঁর চোখের জলে তাঁর সেই ছলনাময়ী, কষ্টদানকারী ভালোবাসার প্রকাশ ঘটবে। সেই জল চোখ বেয়ে গড়িয়ে পড়বে নীরবে ভালোবাসার বহিপ্রকাশ হিসেবে। কবি তার এই উক্তির মাধ্যমে মূলত এই ভাবনাটিরই প্রকাশ ঘটিয়েছেন তাঁর এই সুন্দর ও সাবলীল উপস্থাপনায়।

Talk Doctor Online in Bissoy App