পোশাকের ক্ষেত্রে ক্যাজুয়াল বলতে কি বুঝায়? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ক্যাজুয়াল ক্যাজুয়াল পোশাকের নানা ধরন আছে। শার্ট বা টি-শার্ট—দুই ধরনের পোশাকই ক্যাজুয়াল হেত পারে। এখানে হাফ বা ফুল হাতা—দুই ধরনই চলবে। ক্যাজুয়ালে নানা রকম রং ও ডিজাইনের পোশাক পরা যায়। নিচের অংশে জিনস, গ্যাভার্ডিন বা উলের প্যান্টও পরা যায়। প্যান্টের নকশাও হতে পারে বিভিন্ন। ইচ্ছেমতো মোটা ও বড় ডায়ালের ঘড়ি পরা যেতে পারে। পায়ে চলবে কেডস বা লোফার। বিজনেস ক্যাজুয়াল শার্ট বা টি-শার্ট যেটাই হোক, সেটায় কলার থাকতে হবে। অনেকে বিজনেস ক্যাজুয়াল পোশাকে অফিস করে থাকেন। তবে সব অফিস আবার বিজনেস ক্যাজুয়াল পোশাকের অনুমতি দেয় না। তবে অফিসের কাজে বাইরে গেলে বিজনেস ক্যাজুয়াল চলতে পারে। বিজনেস ক্যাজুয়াল পোশাকে জুতাটা পুরো ফরমাল না পরে ফরমালের মধ্যেই একটু ক্যাজুয়াল হলে ভালো দেখাবে। সঙ্গে ফরমাল প্যান্ট পরতে হবে এমন বাধ্যবাধকতা নেই। স্মার্ট ক্যাজুয়াল স্মার্ট ক্যাজুয়ালে শার্ট-প্যান্টের সঙ্গে একটা স্টাইলিশ টাই হলে ভালো দেখাবে। তবে সেটা বাধ্যতামূলক নয়। শার্টের ওপরে ঠিক ব্লেজার নয়, তার চেয়ে জ্যাকেট স্টাইলের কোটই মানাবে। থাকতে পারে ওয়েস্ট কোট। স্মার্ট ক্যাজুয়ালে ফিতা দেওয়া জুতা পরা উচিত। আবার ফুল হাতা শার্ট–প্যান্ট স্মার্ট ক্যাজুয়াল ঘরানার। শার্ট প্যান্টে গোঁজা বা ইন করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ