শেয়ার করুন বন্ধুর সাথে

 ঈদের নামাজ পড়ার নিয়ম-কানুন।  ঈদের নামাজ দুই রাকাত৷  অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে এ নামাজ পড়তে হয়৷ আএই নামাজের নিয়ত মুখে করা জরুরি নয়৷ ‘ঈদুল আযহার নামাজ আদায় করছি’ এভাবে নিয়ত করলেই হয়ে যাবে৷ তবে বিস্তারিত বলা উত্তম। নিয়তের পর আল্লাহু আকবার বলে হাত বেধেঁ সানা পড়তে হবে৷ সানার পর 'অাল্লাহু আকবার' বলে কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে হাত না বেঁধে ছেড়ে দিতে হবে৷ এরপর আবারও আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে৷ এরপর একইভাবে আবারও আল্লাহু আকবার বলে হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে এবারে 'না ছেড়ে' হাত বেঁধে নিতে হবে৷ এ সময় ইমাম সূরা পড়বেন, আর মুক্তাদিদের  চুপ থাকতে হবে৷ পরে অাল্লাহু আকবার বলে রুকু -  সিজদাহ করতে হবে।   সিজদাহ শেষে দ্বিতীয় রাকাতে হাত বেধে দাঁড়াতে হবে৷ ইমাম এ সময় সূরা পড়বেন৷ অতঃপর আল্লাহু আকবার বলে মোট চারবার তাকবীর দেবেন৷ প্রথম তিন তাকবীরে হাত কানের লতি পর্যন্ত উঠাতে হবে। তবে প্রতিবার হাত না বেঁধে ছেড়ে দিতে হবে, চতুর্থ তাকবীরে রুকুতে যেতে হবে৷ এরপর সেজদা করে বসে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসূরা  পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ