আমার মা বাবা চায় আমি বিদেশে যাই গিয়ে ভাল টাকা ইনকাম করি । কিন্তু আমি চাই দেশে একটা ভালো কিছু করতে।  মা বাবার কথা না রাখলে উনারা রাগ করে আমার মাইন্ড করে।  এখন আমি কি করব? অনেক চিন্তায় আছি কিছু ভাল লাগতেছে না|
Share with your friends
Call

আপনি বাবা মায়ের কথা শুনে কেনো না তারা আপনা কে জন্ম দিয়েছে যদি তারা আপনা কে বড় না করতো তাহলে কি করে আপনি এত বড় হতেন

Talk Doctor Online in Bissoy App
HMMOBAROKBD

Call

বিদেশ যাত্রার সবছেয়ে ভাল দিক হলো-অভিজ্ঞতা!দেশে যারা বেকার,/ক্যারিয়ারের প্রতি অমনুযোগী!তারা বিদেশে আসলে বুঝতে পারে,টাকা কি??জীবন কি?দুমুঠো ডাল-ভাত এর জন্য কত কষ্ট করতে হয়৷ আর সবছেয়ে বড় বিষয় হলো-বিদেশীরা কিভাবে কাজ করে,আর আমরা কিভাবে??তার অভিজ্ঞতা নেওয়া৷  খারাপ দিক অনেক--দেশে কিছু করে স্বনির্ভর হওয়ার চেয়ে সুখী জীবন আর হতে পারে না!বিদেশিদের মতো আমরাও দৈনিক দশ-বারো ঘন্টা কাজ করলে অনেক কিছু পাওয়া সম্ভব৷ আর বিদেশে যারা আসে তারা দেশে কিছু করে অবস্থান করার মতো মন-মানসিকতা ভুলে যায়৷মানসিক দিক থেকে পঙ্গু হয়ে যায়৷ স্ত্রী রেখে বিদেশে আসা উচিত নয়৷ ইত্যাদি ইত্যাদি  এখন আপনার কাজ-আপনার দেশে কিছু করে ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজন মূল ধন, প্রয়োজনীয় মূলধন থাকলে না আসাই উত্তম, বাড়ীর আব্বা-আম্মাকে বুঝানও কিছু করে দেখান৷ /মূলধন না থাকলে এসে (কঠিন কষ্ট করার মানসিকতা নিয়ে৷) কিছু মূলধন যোগাড় করুন৷এক্ষেত্রে আব্বু আম্মুর বিশ্বস্ত কারো সাহায্য নিন৷ ধন্যবাদ 

Talk Doctor Online in Bissoy App